নিজস্ব সংবাদদাতাঃ শুক্রবার কম্বোডিয়ার একটি আদালতে কম্বোডিয়া ন্যাশনাল রেসকিউ পার্টির নেতা কেম সোখাকে রাষ্ট্রদ্রোহের দায়ে দোষী সাব্যস্ত করা হয়। এই ঘটনার জেরে তাঁকে ২৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়। কোর্ট জানিয়েছে, ২০১০ সাল থেকে ২০১৭ সালে তিনি বিদেশি শক্তির সঙ্গে যোগসাধন করেছিলেন তাই তাঁকে কারাদণ্ড দেওয়া হয়।