নিজস্ব সংবাদদাতাঃ মালয়েশিয়ার ওয়ান মালয়েশিয়া ডেভেলপমেন্ট বারহাদ রাষ্ট্রীয় তহবিলে কোটি কোটি ডলার লুটপাটের ঘটনায় মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাককে মুক্তি দেওয়া হয়েছে। ওয়ানএমডিবি কেলেঙ্কারির সঙ্গে জড়িত বেশ কয়েকটি দুর্নীতির বিচারের প্রথমটিতে চূড়ান্ত আপিলে হেরে ১২ বছরের কারাদণ্ড ভোগ করা নাজিবকে অন্যায় ধামাচাপা দেওয়ার জন্য একটি নিরীক্ষা প্রতিবেদনের সঙ্গে কারচুপির অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়নি। আসামি পক্ষের আইনজীবী মোহাম্মদ শাফি আবদুল্লাহ বলেন, "২০১৬ সালে ওয়ানএমডিবি অডিট রিপোর্ট সংসদে উপস্থাপনের আগে তা সংশোধনের আদেশ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী হিসেবে নাজিবকে দোষী সাব্যস্ত করার জন্য প্রসিকিউটরদের কাছে পর্যাপ্ত প্রমাণ নেই।" শুক্রবার এক সংবাদ সম্মেলনে শাফি বলেন, 'আমার মক্কেল আজকের সিদ্ধান্তের জন্য কৃতজ্ঞ কারণ এটি সত্যিই তার আত্মা এবং তার নির্দোষতার জন্য লড়াই করার আকাঙ্ক্ষাকে বাড়িয়ে তুলেছে।'