নিজস্ব সংবাদদাতাঃ আবারও রাজনৈতিক জগতে নেমে এল গভীর শোকের ছায়া। শুক্রবার প্রয়াত হলেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সত্যব্রত মুখোপাধ্যায়। জানা গিয়েছে, বালিগঞ্জে নিজের বাড়িতেই বার্ধক্যজনিত কারণে মৃত্যু হয়েছে তাঁর। তিনি অটলবিহারী বাজপেয়ী জমানায় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ছিলেন। প্রসঙ্গত, ২০০০ সালের সেপ্টেম্বর মাস থেকে ২০০২ সালের জুন পর্যন্ত তিনি রাসায়নিক ও সার প্রতিমন্ত্রী এবং পরে জুলাই ২০০২ থেকে অক্টোবর ২০০৩ পর্যন্ত বাণিজ্য ও শিল্প প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।