নিজস্ব সংবাদদাতাঃ এবার কর্ণাটকে কোটি কোটি টাকা উদ্ধার হল। কর্ণাটকের এক বিজেপি বিধায়কের ছেলের বাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ৬ কোটি টাকা মূল্যের নগদ টাকা উদ্ধার হয়েছে বলে শুক্রবার জানিয়েছেন রাজ্যের লোকায়ুক্তের দুর্নীতি দমন শাখার কর্মকর্তারা। জানা গিয়েছে, এদিন রাজ্যের লোকায়ুক্তের দুর্নীতি দমন শাখা বিজেপি বিধায়ক মাদাল ভিরুপাক্ষাপ্পার ছেলে প্রশান্ত মাদালের বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার করেছে। উল্লেখ্য, দাভানাগেরে জেলার চান্নাগিরির বিধায়ক মাদাল ভিরুপাক্ষাপ্পা রাষ্ট্রীয় মালিকানাধীন কর্ণাটক সোপস অ্যান্ড ডিটারজেন্টস লিমিটেডের (কেএসডিএল) চেয়ারম্যান। তাঁর ছেলে ব্যাঙ্গালোর ওয়াটার সাপ্লাই অ্যান্ড সুয়ারেজ বোর্ডের (বিডব্লিউএসএসবি) প্রধান হিসাব রক্ষক। ঘটনার বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই জানিয়েছেন, 'লোকায়ুক্ত এক বিধায়কের ছেলের উপর অভিযান চালিয়েছে। আমি শুধু এটুকুই বলতে পারি যে লোকায়ুক্ত পুনরায় চালু করার কারণ হল রাজ্যে দুর্নীতি দমন করা, লোকায়ুক্ত ছাড়া কংগ্রেস শাসনামলে এই জাতীয় অনেক মামলা খুঁজে পাওয়া গেছে এবং বন্ধ করা হয়েছে।'
After arresting Channagiri MLA K Madal Virupakshappa's son Prashanth Madal, a chief accountant in BWSSB have conducted raids on his residence in Dollars Colony, the Lokayukta police seized around Rs 6 crore in cash from his residence.pic.twitter.com/CX6pW1qgGQ
— Mohammed Zubair (@zoo_bear) March 3, 2023