নিজস্ব সংবাদদাতা: স্ত্রী ও ছেলেকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত হলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রখ্যাত আইনজীবী অ্যালেক্স মারডফ। অপরাধের প্রমাণ অপ্রতিরোধ্য বলে জানিয়েছেন বিচারক ক্লিফটন নিউম্যান।
তিন ঘণ্টার কম সময়ের মধ্যে অ্যালেক্স মারডফের বিরুদ্ধে রায় দেওয়া হয়েছে। উল্লেখ্য, মারডফ তার ছেলে পলকে একটি শটগান দিয়ে এবং তার স্ত্রী ম্যাগিকে অ্যাসল্ট রাইফেল দিয়ে হত্যা করেছেন।