পরপর ৪ বার বড় ভূমিকম্পে কেঁপে উঠল ভানুয়াতুর সানমার পোর্ট-ওলরি

author-image
Harmeet
New Update
পরপর ৪ বার বড় ভূমিকম্পে কেঁপে উঠল ভানুয়াতুর সানমার পোর্ট-ওলরি


নিজস্ব সংবাদদাতা: পরপর ৪ বার বড় ভূমিকম্পে কেঁপে উঠল ভানুয়াতুর সানমার পোর্ট-ওলরি। প্রথম ভূমিকম্পটি হয় স্থানীয় সময় সন্ধ্যা ৬ টা বেজে ৪ মিনিটে। ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৫ ম্যাগনিটিউড। দ্বিতীয় ভূমিকম্পটি হয় স্থানীয় সময় সন্ধ্যা ৬ টা বেজে ১১ মিনিটে। ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৪ ম্যাগনিটিউড। এরপর স্থানীয় সময় সন্ধ্যা ৭ টা বেজে ৩২ মিনিটে আরও একটি ভূমিকম্প অনুভূত হয় সানমার পোর্ট-ওলরিতে। ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৯ ম্যাগনিটিউড। ফের চতুর্থ বার স্থানীয় সময় রাত ৮ টা বেজে ৫৫ মিনিটে ৫.০ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে সানমার পোর্ট-ওলরি।