নিজস্ব সংবাদদাতা: মিশরের গিজা পিরামিডে লুকানো পথ আবিষ্কার করেছে বিজ্ঞানীরা। পথটি ৯ মিটার (৩০ ফুট) দৈর্ঘ্য এবং প্রস্থে ২ মিটারেরও বেশি। পথটি স্ক্যান পিরামিড প্রকল্পের অংশ।
মিশরের পর্যটন ও পুরাকীর্তি মন্ত্রী আহমেদ ইসা জানিয়েছেন, পথটি একটি 'গ্যাবল করিডোর'। গিজা পিরামিডের উত্তর দিকে এই পথটি আবিষ্কার হয়েছে।