নিজস্ব সংবাদদাতাঃ স্পেন তার প্রথম সাব-সাহারান আফ্রিকান দেশে তথাকথিত সার্কুলার মাইগ্রেশন প্রোগ্রাম সম্প্রসারণ করছে, যার ফলে ফসল কাটার মরসুমে সেনেগাল থেকে কমপক্ষে ১০০ জনকে তাদের খামারে কাজ করতে আনা হবে। মরোক্কোর সঙ্গে ২২ বছরের পুরনো সার্কুলার মাইগ্রেশন স্কিমের সাফল্যের পুনরাবৃত্তি ঘটানোর লক্ষ্যে এই কর্মসূচি শুরু হবে, যেখানে প্রতি বছর প্রায় ১৫,০০০ শ্রমিককে স্পেনের কৃষি খাতে সীমিত সময়ের জন্য কাজ করার জন্য আনা হয়। সরকারি সূত্র জানিয়েছে, অবৈধ অভিবাসন রোধে সার্কুলার মাইগ্রেশন প্রোগ্রাম ব্যবহার করে স্পেন তার প্রধান কৃষি খাতে শ্রমিকের ঘাটতি পূরণ করে। গত রবিবার ইতালির উপকূলে অন্তত ৬৫ জনের মৃত্যুর পর ইউরোপে অবৈধ অভিবাসীদের ঝুঁকি নিয়ে আলোকপাত করা হয়।