শরীরচর্চায় মেতেছে পোষ্য, দেখুন সেই মজার ভিডিও

author-image
Harmeet
New Update
শরীরচর্চায় মেতেছে পোষ্য, দেখুন সেই মজার ভিডিও

​নিজস্ব সংবাদদাতাঃ শরীরচর্চায় মেতেছে পোষ্য। ওই ভিডিয়োতে দেখা গিয়েছে, শরীরচর্চা করছেন দুই তরুণী। আর তাঁদের সঙ্গে যোগ দিয়েছে ছোট্ট একটি কুকুর। একসারসাইজ করতে করতেই মুখে নির্দেশ দিচ্ছেন তরুণীদের একজন। অক্ষরে অক্ষরে তা পালন করছে কুকুরটি। হুবহু তরুণীদের মতো করেই শারীরিক কসরত করতে দেখা গিয়েছে ওই কুকুরটিকে। Buitengebieden নামের একটি অ্যাকাউন্ট থেকে টুইটারে এই ভিডিয়ো শেয়ার করা হয়েছে। এর মধ্যেই ৭০ হাজারেরও বেশিবার এই ভিডিয়ো দেখে ফেলেছেন নেটিজ়েনরা। লোমশ ছোট্ট কুকুরটির কীর্তিকলাপ দেখে হেসে গড়াচ্ছেন তাঁরা। লাফিয়ে-ঝাঁপিয়ে, কখনও আবার গড়াগড়ি খেয়ে কুকুরটি বুঝিয়ে দিয়েছে যে সে সাংঘাতিক ফিটনেস প্রেমী। নিজের স্বাস্থ্যের প্রতি অত্যাধিক সচেতন। আর তাই তো এত মন দিয়ে শরীরচর্চায় মজেছে সে। দেখুন সেই ভিডিও....