নিজস্ব সংবাদদাতাঃ ১৯৯৯ সালে কান্দাহারে ছিনতাই হওয়া ইন্ডিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট ৮১৪ (আইসি ৮১৪)- এর যাত্রীদের বিনিময়ে কুখ্যাত জইশ-ই-মহম্মদ প্রধান মাসুদ আজহারের সঙ্গে মুক্তি পাওয়া মুশতাক জারগার ওরফে লাটরামের শ্রীনগরের সম্পত্তি বাজেয়াপ্ত করেছে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। জারগার বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইনের অধীনে একজন 'মনোনীত ব্যক্তিগত সন্ত্রাসী' এবং মুক্তির পর থেকে পাকিস্তান থেকে কাজ করছে এবং উপত্যকায় সন্ত্রাসী কার্যকলাপে অর্থায়ন করছে। জারগার এর আগে জম্মু ও কাশ্মীর লিবারেশন ফ্রন্টের সাথে যুক্ত ছিল এবং জম্মু ও কাশ্মীরে বেশ কয়েকটি সন্ত্রাসী হামলার জন্য দায়ী ছিল। জারগার খুন সহ অন্যান্য জঘন্য অপরাধের সাথেও জড়িত ছিল এবং আল-কায়েদা এবং জইশ-ই-মহম্মদের মতো অন্যান্য সন্ত্রাসী সংগঠনের সঙ্গে ঘনিষ্ঠ ভাবে জড়িত ছিল।