সিডনির সুপার মার্কেটে অজগর!

author-image
Harmeet
New Update
সিডনির সুপার মার্কেটে অজগর!

​নিজস্ব সংবাদদাতাঃ  অস্ট্রেলিয়ায় এক সুপারমার্কেটে দেখা দিল একটি অজগর সাপ। সাধারণত কোনও ছোট সাপ দেখলেও আমরা চমকে উঠি, সাপটিকে মারতে যাই বা মেরেই ফেলি। কিন্তু অজগর দেখা দিলে মোটেই সাহস হয় না তার ধারের কাছে যাওয়ার। এই একই বিষয় এখানেও ঘটেছিল। এই ছবি সিডনির বাসিন্দারা দেখতে অভ্যস্ত নন। তাই স্বাভাবিক ভাবেই চমকে গিয়েছিলেন সুপারমার্কেটের গ্রাহকরা। সেই দলে যদিও ছিলেন সেই সুপারমার্কেটের কর্মীরাও। এখানে ২৩ বছর বয়সী হেলাইনা আলাতির কথা উল্লেখ করা হয়েছে, যিনি মশলা বিভাগে এই সরীসৃপের মুখোমুখি হয়েছিলেন। তিনি বলেছিলেন যে সাপটি তার থেকে মাত্র ২০ সেন্টিমিটার দূরে ছিল। তিনি চিনতে পেরেছিলেন যে অজগরের এই প্রজাতিটির নাম হল ডায়মন্ড পাইথন। শুধু তাই নয়, এমনকি প্রায় ৩ মিটার লম্বা ছিল অজগর সাপটি। অজগর দেখে বেশ চমকে উঠে ছিলেন গ্রাহক থেকে কর্মী প্রায় সবাই। দ্রুত খবর দেওয়া হয় বনদপ্তরে। বন্যপ্রাণী সংরক্ষণ কর্মীরা সেই সুপারমার্কেটে গিয়ে সাপটিকে উদ্ধার করে এবং নিকটবর্তী বনাঞ্চলে গিয়ে সাপটিকে ছেড়ে দেয়।