দিগ্বিজয় মাহালী, মেদিনীপুরঃ সকাল সকাল নিজের বাংলো থেকে বেরিয়ে সোজা খড়্গপুর স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে নতুন তৈরি হওয়া ফুট ওভারব্রিজের পরিদর্শন করতে পৌঁছালেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । ওখান থেকে বেরিয়ে বাংলো সাইডের একটি দোকানে চা খান । সেখান থেকে সোজা খড়্গপুর পৌরসভার বারো নম্বর ওয়ার্ড নিমপুরা এলাকায় নতুন পল্লী নামের এলাকায় পৌঁছান। সেখানে তাঁর সাংসদ তহবিল থেকে দেওয়া নতুন রাস্তা পরিদর্শন করতে যান দিলীপ ঘোষ । দিলীপ ঘোষকে দেখে কার্যত এলাকার সাধারণ মানুষ খড়্গপুর পুরসভার কাজ নিয়ে প্রকাশ করেন। শুনে নিন দিলীপ ঘোষের বক্তব্য…