New Update
নিজস্ব প্রতিনিধিঃ নেই পর্যাপ্ত পরিমাণে পানীয় জল। জল যন্ত্রণায় ভুগছে দাসপুরের একাংশ মানুষ, প্রায় ৩ মাস। ঘটনাটি দাসপুর ১ নন্দনপুর ২ গ্রাম পঞ্চায়েতের দুর্গাপুর বুথ এলাকার। সামন্ত, মন্ডল, হাঁড়া, পড়িয়া, প্রামানিক সহ আরো ৪টি পরিবারে প্রায় তিনশোর বেশি সদস্য এই সমস্যার সম্মুখীন। ঘটনা সূত্রে জানা গিয়েছে, ওই বুথের অধিকাংশ মানুষ দুর্গাপুরে অবস্থিত PHE জল প্রকল্পের পানীয় জল পেতেন। কিন্ত কয়েক মাস হল ঘাটাল-পাঁশকুড়া সড়ক সম্প্রসারণ কাজ হওয়ার জন্য ওই সড়কের অন্তর্গত দুর্গাপুর শিবতলা সহ আরো ৫টি জায়গায় পাইপ লাইন কাটতে হয়। তারপর থেকেই বন্ধ ওই এলাকায় পানীয় জলের ব্যবস্থা। কিন্তু বেশ কিছু পরিবার পাশের গ্রাম অর্থাৎ গৌরা থেকে জল নিয়ে আসছিল। সেখানেও যান্ত্রিক ত্রুটির কারণে সপ্তাহখানেক বন্ধ রয়েছে জল সরবরাহ।
বর্তমানে চাষের কাজে ব্যবহৃত গভীর নলকূপ থেকে জল আনতে হচ্ছে, এমনটাই জানান ওই এলাকার সমীর মন্ডল, আসিম্মেন্দু রায়, অসীম হাঁড়া, প্রভাস প্রামানিক সহ অনেকেই। তারা জানান, নন্দনপুর ২ গ্রাম পঞ্চায়েতের সদস্য সোমা সামন্তকে একাধিকবার জানিও কোনও লাভ হয়নি। তাই গত তিন মাস ও বর্তমানে জল না পাওয়ায় বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দেওয়া হয়েছে। তবে এই বিষয় নিয়ে পঞ্চায়েত উপপ্রধান গোপাল নন্দী জানান, বিষয়টি PHE দপ্তরের দায়িত্বে রয়েছে। এতে পঞ্চায়েতের কিছু করার নেই। পঞ্চায়েত সদস্য জানান, জলের সমস্যা নিয়ে লিখিতভাবে তিনি পঞ্চায়েত প্রধান সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানিয়েছেন। শীঘ্রই এর সমস্যার সমাধান হবে।
TRENDINGNEWSTODAY
TrendingNews
breakingnews
latestnews
Durgapur
india
phe
Banglanews
bengalinews
anmnews
dailynewsupdate
dailynews
newsupdates
samachar
BengaliNewsLive
news