নিজস্ব সংবাদদাতাঃ আপনিও কি সকালে চোখ খুলে ফোন ঘাঁটেন বা রাতে ঘুমানোর আগেও ফোন ব্যবহার করেন। তাহলেই সর্বনাশ। এই ফোনই সর্বনাশ ডেকে আনল সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের জীবনে। ফেনেলা ফক্স, তিনি অ্যাডল্ট মডেল হিসেবে খুবই জনপ্রিয়। ১ লক্ষ ৫৬ হাজার অনুগামী তাঁর প্রোফাইলের। ফোনের অতিরিক্ত ব্যবহারের ফলে আজ তিনি হুইলচেয়ারে। 'ডিজিটাল ভার্টিগো' রোগে আক্রান্ত হয়েছেন ফেনেলা। জানা যায়, ২৯ বছরের ফেনেলার ভয়ানক মাথাব্যথা শুরু হয়। ঘাড়েও প্রবল যন্ত্রণা টের পেতে থাকেন। তার কিছু দিন পর থেকে বমি বমি ভাব আর মাথা ঘোরানো শুরু হয়। সাক্ষাত্কারে তিনি জানান, ঠিক করে হাঁটতে পারছিলেন না ফেনেলা। কিন্তু কেন এটা হচ্ছে, সেটা বুঝতে পারছিলেন না তরুণী। সারাদিন ধরে একটানা ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে থেকেই এই ভয়ঙ্কর রোগ বাঁধিয়েছেন ফেনেলা। এই রোগের আর এক নাম 'সাইবার সিকনেস'। রোগের কারণ ধরতে পেরেই ফেনেলা তাঁর জীবন থেকে ফোন দূরে সরিয়ে ফেলেন। বেশ কয়েক মাস ফোন ব্যবহার না করে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন তিনি। এখন আবার অল্প অল্প ইনস্টা পোস্ট করতে দেখা যায় তাঁকে।