নিজস্ব সংবাদদাতাঃ আবগারি নীতিকাণ্ডে বর্তমানে সিবিআই হেফাজতে রয়েছেন আপ নেতা মণীশ সিসোদিয়া। অন্যদিকে জেলে বন্দী রয়েছেন সত্যেন্দ্র জৈন। এদিকে এই আবগারি নীতি প্রসঙ্গেই দিল্লির আম আদমি পার্টি সরকার ও অরবিন্দ কেজরিওয়ালকে নিশানা করল বিজেপি। আজ বুধবার বিজেপির জাতীয় মুখপাত্র গৌরব ভাটিয়া নয়াদিল্লিতে দলের সদর দফতরে কেজরিওয়ালকে নিশানা করেন। তিনি কেজরিওয়ালকে 'আবগারি নীতির দুর্নীতিকাণ্ডের রাজা। তিনি কবে ইস্তফা দেবেন? মণীশ সিসোদিয়া সিবিআই হেফাজতে রয়েছেন এবং গতকাল তিনি পদত্যাগ করেছেন। কিন্তু পদত্যাগপত্র জমা পড়ে আছে। আবগারি নীতি কেলেঙ্কারির মূল মাথা হলেন অরবিন্দ কেজরিওয়াল। মণীশ সিসোদিয়া ও সত্যেন্দ্র জৈন পদত্যাগ করেছেন, কিন্তু অরবিন্দ কেজরিওয়াল ও কৈলাশ গেহলট কবে পদত্যাগ করবেন?'