নিজস্ব সংবাদদাতাঃ ঘরে বসে বসে জীবন একঘেয়ামি হয়ে উঠেছে? ভাবছেন সাধ্যের মধ্যে কাছাকাছি কোথাও থেকে ঘুরে আসবেন? তবে ভ্রমণ তালিকায় বেছে নিতেই পারেন কোচবিহার শহর টিকে। বিভিন্ন ঐতিহাসিক স্থাপত্যের সমাহারে কোচবিহার আপনার মন জয় করেই নেবে স্বমহিমায়। কোচবিহারের কয়েকটি দর্শনীয় স্থান হল-
কোচবিহার রাজবাড়ি
ইংল্যান্ডের বাকিংহাম প্যালেসের আদলে তৈরি এই রাজবাড়ি কোচবিহারের প্রধাণ আকর্ষণ।
মদনমোহন মন্দির
সাগরদীঘি
বানেশ্বর শিব মন্দির
কোচবিহার রেল মিউজিয়াম
দেবী বাড়ি
হিরণ্যগর্ভ শিব মন্দির
এছাড়াও আরও বেশকিছু ভ্রমণ স্থান রয়েছে কোচবিহার শহরের আনাচে কানাচে।
যাত্রাপথ- রেলপথে কুচবিহার বা নিউ কোচবিহার ষ্টেশন হয়ে যেতে হবে। এক্ষেত্রে সবচেয়ে কম খরচ হবে। এছাড়াও সড়ক পথেও যাওয়া সম্ভব তবে সেইক্ষেত্রে তা বেশ খরচ সাপেক্ষ হবে।