নিজস্ব সংবাদদাতাঃ এলপিজি ও ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে বুধবার। আর এই নিয়েই এবার কেন্দ্রীয় সরকারের কড়া সমালোচনা করে চলেছে কংগ্রেস। এদিন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে টুইট করেন, 'এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৫০ টাকা। বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বেড়ে দাঁড়িয়েছে ৩৫০ টাকা। এদিকে জনগণ জিজ্ঞেস করছে এখন তাঁরা কিভাবে হোলির খাবার বানাবেন, কতদিন চলবে এই আদেশ? মোদী সরকারের অধীনে মুদ্রাস্ফীতির চাপে প্রতিটি মানুষ ভুগছে!'