নিজস্ব সংবাদদাতাঃ একাধিক রাজ্যে ভোট মিটতেই আরও দামি হয়েছে রান্নার গ্যাস। এর পাশাপাশি মহার্ঘ্য হয়েছে এলপিজি গ্যাস সিলিন্ডারও। তবে ভোটের সঙ্গে গ্যাস সিলিন্ডারের দাম বাড়ার কোনও সম্পর্ক নেই বলে সাফ জানিয়ে দিলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।
তিনি জানান, 'গ্যাসের দাম আন্তর্জাতিক বাজারের ওপর নির্ভরশীল। ভোটের সঙ্গে গ্যাসের দাম বৃদ্ধির কোনও সম্পর্ক নেই। সারা দেশে অর্থনীতি গতিশীল। মানুষের হাতে টাকা আছে।' অন্যদিকে তৃণমূলকে নিশানা করে বিজেপি সাংসদ বলেন, 'তৃণমূল মানুষকে ভিখারি করে রেখেছে।'