নিজস্ব সংবাদদাতাঃ নাইজেরিয়ার ক্ষমতাসীন দলের প্রার্থী বোলা টিনুবু আফ্রিকার বৃহত্তম অর্থনীতির পরবর্তী রাষ্ট্রপতি হওয়ার প্রতিযোগিতায় সর্বাধিক ভোট পেয়েছেন, চূড়ান্ত বিজয়ী এখনও ঘোষণা করা হয়নি। নাইজেরিয়ার ৩৬টি রাজ্য ও ফেডারেল রাজধানী অঞ্চলের সবকটি ভোট মিলিয়ে টিনুবু মোট ভোটের ৩৫.৩ শতাংশ ভোট পেয়েছেন বলে ইন্ডিপেন্ডেন্ট ন্যাশনাল ইলেক্টোরাল কমিশন কর্তৃক ঘোষিত ফলাফলে দেখা গেছে। সূত্রে খবর, প্রধান বিরোধী দল পিপলস ডেমোক্রেটিক পার্টির আতিকু আবুবকর মোট ব্যালটের ২৭.৯% এবং বহিরাগত প্রার্থী পিটার ওবি ২৪.৪% ভোট পেয়েছেন। তিন শীর্ষ প্রতিদ্বন্দ্বীর প্রত্যেকেই ১২টি রাজ্য জিতেছে।