নিজস্ব সংবাদদাতাঃ আন্তর্জাতিক অপরাধ আদালতের শীর্ষ প্রসিকিউটর মঙ্গলবার ইউক্রেনে ছিলেন। তিনি জানান, বিদ্যুৎ ও অন্যান্য অবকাঠামোতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় শত শত বেসামরিক নাগরিক নিহত এবং লাখ লাখ মানুষের বিদ্যুৎ বা জল নেই। রাশিয়া বলেছে, শত্রুর সামরিক বাহিনীকে দুর্বল করার লক্ষ্যে এগুলো বৈধ হামলা, কিন্তু ইউক্রেন বলেছে সাধারণ মানুষকে ভয় দেখানোর উপায় হিসেবে এ হামলা চালিয়েছে। আইসিসির প্রসিকিউটর করিম খান জানিয়েছেন, "ইউক্রেনের পাওয়ার গ্রিডের বিরুদ্ধে হামলার সংখ্যা, স্কেল এবং প্রশস্ততার দিক থেকে আমরা সাধারণত একটি প্যাটার্ন স্পষ্টভাবে দেখতে পাই এবং কেন এটি ঘটছে তা আমাদের দেখতে হবে; এগুলো কি বৈধ টার্গেট কি না?"