নিজস্ব সংবাদদাতাঃ ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর মঙ্গলবার নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউসে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলুর সঙ্গে বৈঠক করেন। এর আগে জি-২০ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে দিল্লি বিমানবন্দরে পৌঁছান কাভুসোগলু।তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, 'বৈঠকে মন্ত্রীরা বৈশ্বিক এজেন্ডার মূল বিষয়গুলো নিয়ে মতবিনিময় করবেন, বিশেষ করে মানবিক সহায়তা ও দুর্যোগ ত্রাণ, খাদ্য ও জ্বালানি নিরাপত্তা, সন্ত্রাসবাদ মোকাবেলা, বহুপাক্ষিকতা জোরদার এবং উন্নয়ন সহযোগিতা।' বিবৃতিতে আরও বলা হয়, "জি-২০ বৈঠকের ফাঁকে মন্ত্রী কাভুসোগলু ২৩তম এমআইকেটিএ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের আয়োজন করবেন।"