নিজস্ব সংবাদদাতাঃ কানাডা ঘোষণা করেছে যে আফগানিস্তান থেকে বিমান শীঘ্রই পুনরায় চালু হবে। দেশটি কাবুলে তালেবান শাসন থেকে পালিয়ে আসা প্রায় ২০,০০০ শরণার্থীকে গ্রহণ করবে বলে জানা হয়েছে। আফগান রাজধানী তালিবানদের হাতে পড়ার আগে কানাডার সকল কূটনীতিককে সরিয়ে নেওয়া হলেও কাবুল বিমানবন্দরে প্রবেশাধিকার নিয়ে অনিশ্চয়তার কারণে উদ্ধার কাজ স্থগিত হয়ে যায়। তবে কানাডার প্রতিরক্ষামন্ত্রী হরজিৎ সজ্জন বুধবার সন্ধ্যায় টুইট করেছেন যে হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে কানাডার সশস্ত্র বাহিনীর (সিএএফ) ফ্লাইট শীঘ্রই পুনরায় শুরু করা হবে। সিএএফ এই অভিযান পরিচালনা করছে এবং দুটি সিসি-১৭৭ গ্লোবমাস্টারকে "স্থানান্তরের প্রচেষ্টার জন্য নিয়োগ দেওয়া হয়েছে এবং তারা নিয়মিত কাবুলে উড়ে যাবে"।