নিজস্ব সংবাদদাতাঃ সাম্প্রতিক মাসগুলোতে ইরানের বিভিন্ন স্কুলে শত শত ইরানি মেয়ে 'হালকা বিষ' হামলার শিকার হয়েছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, "কিছু রাজনীতিবিদ মনে করছেন, মেয়েদের শিক্ষার বিরোধী ধর্মীয় গোষ্ঠীগুলো তাদের টার্গেট করতে পারে।" এই হামলা ইরানের ক্লারিকাল শাসকদের জন্য একটি সংকটময় সময়ে ঘটেছে, যারা কঠোর ড্রেস কোড প্রয়োগকারী নৈতিকতা পুলিশের হেফাজতে এক ইরানী তরুণীর মৃত্যুর পর কয়েক মাস ধরে সরকার বিরোধী বিক্ষোভের মুখোমুখি হয়েছিল।জানা গিয়েছে, গত নভেম্বরে ইরানের শিয়া মুসলিমদের পবিত্র শহর কোমে অন্তত চারটি শহরের ৩০টিরও বেশি স্কুলে ছাত্রীদের বিষ দেওয়া শুরু হয়। হাসপাতালে ভর্তি কয়েকজন স্কুলছাত্রী জানিয়েছেন, তারা বমি বমি ভাব অনুভব করছেন এবং হৃদস্পন্দনে ভুগছেন।