ভারতের মন্দিরে এবার রোবটিক হাতি

author-image
Harmeet
New Update
ভারতের মন্দিরে এবার রোবটিক  হাতি

নিজস্ব সংবাদদাতা: কেরালা আইরিনজাদাপ্পিলি শ্রীকৃষ্ণ মন্দিরে ৮০০ কেজি ওজনের ১১ ফুট ওজনের একটি রোবটিক হাতি আনা হয়েছে। এটি পেটা (পিপল ফর এথিক্যাল ট্রিটমেন্ট অফ অ্যানিম্যালস ইন্ডিয়া) দ্বারা মন্দিরে দান করা হয়েছে। রোবটিক হাতিটির নাম রাখা হয়েছে 'ইরিঞ্জাদাপ্পিলি রমন'। এই হাতিটি চলমান এবং বিভিন্ন শোভাযাত্রায় ব্যবহার করা যেতে পারে। রোবটিক হাতিটির বাজার মূল্য প্রায় ৫ লক্ষ টাকা।