অ্যাডিনো নিয়ে অ্যাডভাইসরি জারি করল স্বাস্থ্য দফতর

author-image
Harmeet
New Update
অ্যাডিনো নিয়ে অ্যাডভাইসরি জারি করল স্বাস্থ্য দফতর

নিজস্ব সংবাদদাতা: আতঙ্ক বাড়াচ্ছে অ্যাডিনো এবার অ্যাডভাইসরি জারি করল স্বাস্থ্য দফতর। সব সরকারি হাসপাতাল, মেডিক্যাল কলেজে ২৪ ঘণ্টা 'এআরআই' ক্লিনিক ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে।  কোভিডের জন্য বরাদ্দ ওয়ার্ডে ভর্তি করা যাবে মা-শিশুকে, জানাল সরকার। ২৪ ঘণ্টা হেল্পলাইনও খোলা হবে। এমনকী কোভিডের সময় ব্যবহৃত ভেন্টিলেটর প্রয়োজনে ব্যবহার করা হবে শিশুদের জন্যওl  এছাড়াও বলা হয়েছে, ভিড় থেকে দূরে রাখুন শিশুকে। পাশাপাশি শিশুদের মাস্ক ব্যবহার করার পরামর্শ দিয়েছে সরকার। নির্দেশিকায় বলা হয়েছে, 'হাসপাতালের সুপারের অনুমতি ছাড়া জেলা থেকে রেফার নয়।' ইতিমধ্যেই ৫টি হাসপাতালকে শিশু-চিকিৎসার হাব হিসেবে ঘোষণা করা হয়েছে। বিসি রায় হাসপাতাল, ন্যাশনাল মেডিক্যাল, উত্তরবঙ্গ মেডিক্যাল বাঁকুড়া, মালদা মেডিক্যাল কলেজে এবার শিশু চিকিৎসার হাব করা হয়েছে। বেসরকারি হাসপাতালের চিকিৎসকদেরও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে এই নির্দেশিকায়।