বিজেপির যুব মোর্চার বিধানসভা ঘেরাও অভিযানে ধুন্ধুমার, আক্রান্ত পুলিশ

author-image
Harmeet
New Update
বিজেপির যুব মোর্চার বিধানসভা ঘেরাও অভিযানে ধুন্ধুমার, আক্রান্ত পুলিশ

নিজস্ব সংবাদদাতাঃ ফের রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হল বিজেপি। আজ মঙ্গলবার প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী নব দাস হত্যা মামলা এবং রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ওড়িশা সরকারের বিরুদ্ধে ভুবনেশ্বরে বিক্ষোভ দেখাল বিজেপির যুব মোর্চা। এদিন ভুবনেশ্বরের ডিসিপি প্রতীক সিং সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ওড়িশা বিধানসভা ঘেরাও  মিছিলের সময় বিজেপির যুব মোর্চার সদস্যরা পুলিশের ওপর হামলা করেছে। নব দাস হত্যা মামলা এবং রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বিধানসভা ঘেরাও অভিযান শুরু করেছিল বিজেপির যুব শাখা। ব্যারিকেড ভেঙে ওড়িশা বিধানসভার দিকে মিছিল করার চেষ্টা করলে আন্দোলনরত বিজেপি কর্মীদের সঙ্গে পুলিশের হাতাহাতি শুরু হয়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে। সূত্রের খবর, বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে পাথর, প্লাস্টিকের বোতল ও ডিম ছুঁড়তে শুরু করলে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে। ইতিমধ্যে এই সংঘর্ষের ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।