নিজস্ব সংবাদদাতাঃ আবারও বড় সাফল্য পেল ইসরো। ইসরোর তরফে জানানো হয়েছে, ইসরো সফলভাবে এলভিএম 3-এম৪/ চন্দ্রযান-৩ মিশনের জন্য সিই-২০ ক্রায়োজেনিক ইঞ্জিনের ফ্লাইট অ্যাকসেপ্টেন্স হট টেস্ট পরিচালনা করেছে। ইসরো জানিয়েছে, ফেব্রুয়ারি তামিলনাড়ুর মহেন্দ্রগিরিতে ইসরো প্রপালশন কমপ্লেক্সের হাই অ্যালটিটিউড লঞ্চ সেন্টারে ২৫ সেকেন্ডের জন্য ফ্লাইট অ্যাকসেপ্টেন্স হিট টেস্ট করা হয়। এক বিবৃতিতে ভারতীয় মহাকাশ সংস্থা জানিয়েছে, "পরীক্ষার সময় ইঞ্জিনটি সমস্ত প্রপালশন প্যারামিটার পূরণ করেছিল।" চলতি বছরের শুরুতে তিরুপতির ইউআর রাও স্যাটেলাইট সেন্টারে চন্দ্রযান-৩-এর ল্যান্ডারের সফল পরীক্ষা চালানো হয়।