নিজস্ব সংবাদদাতা: ২০২০ সালে গালওয়ান উপত্যকায় চিনা সৈন্যদের বিরুদ্ধে লড়াই করে জীবন উৎসর্গকারী সেনা জওয়ান জয় কিশোর সিংয়ের বাবাকে বিহারের বৈশালী জেলার একটি গ্রামে 'অবৈধভাবে' তাঁর ছেলের স্মরণে একটি স্মৃতিসৌধ নির্মাণের অভিযোগে জেলে পাঠানো হয়েছে।শহিদের বাবা রাজ কাপুর সিং গত বছরের ২৪ ফেব্রুয়ারি বৈশালী জেলার জান্দাহা থানার অন্তর্গত কাজরি বুজুর্গ গ্রামে তাঁর ছেলের স্মরণে একটি স্মৃতিসৌধ নির্মাণ করেছিলেন। স্মৃতিসৌধটি উদ্বোধনের সময় বেশ কয়েকজন স্থানীয় সরকারী কর্মকর্তাও অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন।