নিজস্ব সংবাদদাতাঃ বড় সাফল্য পেল ইন্দোর পুলিশ। আজ মঙ্গলবার পুলিশের তরফে জানানো হয়েছে, ২০০৫ থেকে ২০১৮ সালের মধ্যে চিন ও হংকংয়ে থাকা এক ব্যক্তিকে পাকিস্তানের ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই) এজেন্সি এবং জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত থাকার সন্দেহে আটক করেছে ইন্দোর পুলিশ। মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র জানিয়েছেন, জাতীয় তদন্তকারী সংস্থার (এনআইএ) কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ইন্দোর পুলিশ সরফরাজ নামে ওই ব্যক্তিকে আটক করেছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।