নিজস্ব সংবাদদাতাঃ মঙ্গলবার পোস্তায় প্লাস্টিকের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। যদিও দমকলের ৪টি ইঞ্জিনের দ্রুত চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এহেন ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এদিকে খবর পেয়েও পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে হাজির হন স্থানীয় কাউন্সিলর মীনাদেবী পুরোহিত। তিনি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানান, 'গোডাউনে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দমকল পাঠাই। তড়িঘড়ি দমকল আসায় আগুন নিভে গেছে। পিছনের দিকের কিছু বাড়িতে বর্জ্য পড়ে আছে, ওখানেও আগুন ছড়িয়ে পড়েছে। এখন দমকল কর্মীরা সেইদিকে কাজ করছেন।'