নিজস্ব সংবাদদাতাঃ শিক্ষিকার অভাবে ধুঁকছে স্কুল। শেষমেশ স্কুলের পঠনপাঠন চালাচ্ছেন সেই স্কুলেরই একজন ক্লার্ক। এমনই চিত্র দেখা গিয়েছে পূর্বস্থলীর সাবিত্রী বালিকা বিদ্যালয়ের। জানা গিয়েছে, বিগত দেড় বছর ধরে এভাবেই চলছে। মাধ্যমিক স্তরে নেই কোনও বিজ্ঞানের শিক্ষিকাও। ১৭ জন শিক্ষিকা স্বাস্থ্যের কারণে বদলি নিয়ে চলে গিয়েছেন। এছাড়া চলে গিয়েছেন ১ জন ক্লার্ক এবং গ্রুপ ডি কর্মীও। এদিকে এই অবস্থার জন্য শিক্ষা ব্যবস্থাকেই উল্টে দায়ী করেছেন প্রধান শিক্ষিকা।