মার্কিন বিমানবাহিনীর জন্য উপযুক্ত হতে পারে এমকিউ-২৮ ড্রোন: বোয়িং

author-image
Harmeet
New Update
মার্কিন বিমানবাহিনীর জন্য উপযুক্ত হতে পারে  এমকিউ-২৮ ড্রোন: বোয়িং

নিজস্ব সংবাদদাতা: বোয়িং কোম্পানির প্রতিরক্ষা বিভাগের প্রধান মঙ্গলবার বলেছেন, অস্ট্রেলিয়ায় তৈরি এমকিউ-২৮ ঘোস্ট ড্রোনটি মার্কিন বিমান বাহিনীর সহযোগিতামূলক যুদ্ধ বিমানের (সিসিএ) প্রয়োজনীয়তার সাথে মানানসই হতে পারে। বোয়িং ডিফেন্স, স্পেস অ্যান্ড সিকিউরিটির প্রধান নির্বাহী টেড কোলবার্ট অস্ট্রেলিয়া ইন্টারন্যাশনাল এয়ারশোর সাইডলাইনে বলেন, "আমরা এমকিউ-২৮ তৈরি করছি, যাতে সিসিএর ক্যাটাগরির সঙ্গে মানানসই হতে পারে।"