নিজস্ব সংবাদদাতাঃ ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস শিমহাল বলেছেন, চলতি বছর দেশটির বাজেট ঘাটতি ৩৮ বিলিয়ন ডলার হতে পারে বলে আশা করা হচ্ছে, তবে যুক্তরাষ্ট্র সেপ্টেম্বরের মধ্যে ১০ বিলিয়ন ডলারের বেশি বাজেট সহায়তা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।কিয়েভে মার্কিন অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেনের সঙ্গে বৈঠকের পর শিমহাল একথা বলেন। বাজেটের জন্য ১৩ বিলিয়ন ডলার অনুদান সহায়তা প্রদান করে শমিহাল বলেন, "২০২২ সালে, আর্থিক সহায়তার ক্ষেত্রে সমস্ত অংশীদার দেশগুলোর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র শীর্ষে ছিল। এসব অর্থ স্বাস্থ্যসেবা, শিক্ষা, সামাজিক ও মানবিক সহায়তা কর্মসূচির জন্য বরাদ্দ করা হয়েছে।"