নিজস্ব সংবাদদাতাঃ ইউরোপীয় বিমান সংস্থা উইজ এয়ার জানিয়েছে, দেশটিতে সাম্প্রতিক কিছু ঘটনার কারণে ১৪ মার্চ থেকে মলদোভার রাজধানী চিসিনাউতে তাদের সমস্ত ফ্লাইট স্থগিত করা হয়েছে। সোমবার এক বিবৃতিতে উইজ এয়ারের পক্ষ থেকে বলা হয়, "মলদোভার সাম্প্রতিক ঘটনাবলী এবং দেশটির আকাশসীমায় উচ্চ, কিন্তু আসন্ন নয় এমন ঝুঁকির কারণে উইজ এয়ার ১৪ মার্চ থেকে চিসিনাউতে সমস্ত ফ্লাইট স্থগিত করার কঠিন কিন্তু দায়িত্বশীল সিদ্ধান্ত নিয়েছে।" ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির একই ধরনের সতর্কবাণীর প্রতিধ্বনি দিয়ে দেশটির প্রেসিডেন্ট মাইয়া সান্ডু অভিযোগ করেছেন, রাজনৈতিক অস্থিতিশীলতার মধ্যে অস্থিরতা ছড়ানোর জন্য রাশিয়া 'নাশকতাকারীদের' ব্যবহার করছে।