নিজস্ব সংবাদদাতাঃ বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং চেক প্রজাতন্ত্রের পররাষ্ট্রমন্ত্রী জান লিপাভস্কি মঙ্গলবার দু'দেশের মধ্যে ব্যবসা, প্রতিরক্ষা, মহাকাশ এবং শিক্ষার ক্ষেত্রে সুযোগ নিয়ে আলোচনা করেছেন। জয়শঙ্কর বলেন, "চেক প্রজাতন্ত্রের পররাষ্ট্রমন্ত্রী জান লিপাভস্কিকে নয়াদিল্লিতে স্বাগত জানাই। আমাদের দীর্ঘদিনের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়মিত যোগাযোগের মাধ্যমে সম্প্রসারিত হচ্ছে। ব্যবসা, প্রতিরক্ষা ক্ষেত্রে সুযোগ নিয়ে আলোচনা; স্থান; শিক্ষা; এস অ্যান্ড টি এবং ইনোভেশন ডোমেইন।" ভারত-ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতাএবং সরবরাহ শৃঙ্খলের নির্ভরযোগ্যতা এবং ডিজিটাল বিশ্বাস ও স্বচ্ছতার বিষয়ে সম্মলনের কথাও উল্লেখ করেন দু'জনে।