প্রয়াত যুক্তরাজ্যের প্রথম মহিলা কমন্স স্পিকার বেটি বুথরয়েড

author-image
Harmeet
New Update
প্রয়াত যুক্তরাজ্যের প্রথম মহিলা কমন্স স্পিকার বেটি বুথরয়েড

নিজস্ব সংবাদদাতাঃ ব্রিটেনের হাউস অব কমন্সের প্রথম ও একমাত্র নারী স্পিকার বেটি বুথরয়েড মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩ বছর। প্রধানমন্ত্রী ঋষি সুনাক বুথরয়েডকে একজন অসাধারণ মহিলা যিনি রাজনীতিতে তার জীবন উৎসর্গ করেছিলেন বলে অভিহিত করেছেন। ঋষি সুনাক বলেন, "বুথরয়েড রাজনীতিতে যে আবেগ, বিচক্ষণতা এবং ন্যায্যতার অনুভূতি নিয়ে এসেছিলেন তা ভুলে যাওয়া যাবে না।"