নিজস্ব সংবাদদাতাঃ তুরস্কের দক্ষিণাঞ্চলে ভয়াবহ ভূমিকম্প ও আফটারশকের কারণে দেশটিতে ৩৪ বিলিয়ন ডলারের বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে বিশ্বব্যাংক। বিশ্বব্যাংক সতর্ক করে দিয়ে বলেছে, অব্যাহত আফটারশকগুলো দুর্যোগের ফলে সৃষ্ট ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়িয়ে দিতে পারে। তুরস্কে নিযুক্ত বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর হামবার্তো লোপেজ বলেন, 'এই দুর্যোগ তুরস্কের ভূমিকম্পের উচ্চ ঝুঁকি এবং সরকারি ও বেসরকারি অবকাঠামোতে স্থিতিস্থাপকতা বাড়ানোর প্রয়োজনীয়তার কথা স্মরণ করিয়ে দেয়।'