নিজস্ব সংবাদদাতাঃ নাগাল্যান্ডের কোহিমার মাও মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনার খবর পেয়ে রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, সিআরপিএফ, আসাম রাইফেলস, পুলিশ এবং ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন। নাগাল্যান্ডের ডিজিপি রুপিন শর্মা জানিয়েছেন, আগুন লাগার প্রকৃত কারণ এখনও জানা যায়নি। তবে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে সন্দেহ করা হচ্ছে।