নিজস্ব সংবাদদাতা: নাইজেরিয়ার সবচেয়ে জনবহুল রাজ্য লাগোসের প্রেসিডেন্ট নির্বাচনে লেবার পার্টির পিটার ওবিকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। ওবি ৫,৮২,৪৫৪ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এপিসির বোলা টিনুবুকে পরাজিত করে। এই নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ১,৩৪৭,১৫২ জন।