নিজস্ব সংবাদদাতাঃ পাকিস্তান কি গৃহযুদ্ধের মুখোমুখি? ভেঙে যাবে দেশ? বেলুচিস্তান রিপাবলিকান আর্মির পাশাপাশি পাকিস্তানি সেনাবাহিনীর নিপীড়নের বিরুদ্ধে লড়াই করা সশস্ত্র সংগঠন সিন্ধুদেশ লিবারেশন আর্মি (এসআরএ) আল বদর জিহাদি সংগঠনের প্রাক্তন সদস্য খালিদ রাজার মৃত্যুর দায় স্বীকার করেছে। এসআরএ সমস্ত পাঞ্জাবি এবং অ-সিন্ধিদের সিন্ধু ছেড়ে চলে যাওয়ার ব্যাপারে সতর্ক করেছে। আগামী দিনেও অভিযান চালানোর ব্যাপারে হুঁশিয়ারি দিয়েছে এসআরএ এবং রিপাবলিকান আর্মি।