প্রীথির ন্যায়বিচারের দাবিতে সোশ্যাল মিডিয়ায় শোরগোল

author-image
Harmeet
New Update
প্রীথির ন্যায়বিচারের দাবিতে সোশ্যাল মিডিয়ায় শোরগোল


নিজস্ব সংবাদদাতা: তেলেঙ্গানার ওয়ারঙ্গলের কাকাতিয়া মেডিক্যাল কলেজের প্রথম বর্ষের স্নাতকোত্তর ছাত্রী ধারাভথ প্রীথির মৃত্যুতে এবার ন্যায় বিচারের দাবি উঠেছে সোশ্যাল মিডিয়া জুড়ে।

వరంగల్ కాకతీయ మెడికల్ కాలేజీలో విద్యార్దిని ఆత్మహత్యాయత్నం కేసులో సీనియర్  మహ్మద్ సైఫ్ అరెస్ట్ | warangal kakatiya medical college student preethi  suicide attempt case ...

 মোহাম্মদ সাইফ নামের এক যুবকের অত্যাচারের জেরে তিনি ২২ ফেব্রুয়ারি আত্মহত্যার চেষ্টা করেন। হায়দ্রাবাদের নিজামস ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন। রবিবার রাতে হাসপাতালের তরফে তাকে মৃত ঘোষণা করা হয়। তারপরেই সোশ্যাল মিডিয়ায় শোরগোল শুরু হয়েছে। মোহাম্মদ সাইফের শাস্তির দাবি তুলেছেন নেটিজেনরা।