নিজস্ব সংবাদদাতা: ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ শুরুর পর এই প্রথম সোমবার জেনেভায় শুরু হতে যাওয়া জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের অধিবেশনে শতাধিক রাষ্ট্রপ্রধান ও মন্ত্রী অংশ নেবেন। সোমবার থেকে শুরু হয়ে ৪ এপ্রিল পর্যন্ত এই অধিবেশন চলবে। এই অধিবেশনে রাশিয়ার ইউক্রেনের ওপর ক্রমাগত আগ্রাসন নিয়ে আলোচনা করা হবে বলে জানা গিয়েছে।