নিজস্ব সংবাদদাতাঃ গুপ্তচরবৃত্তির অভিযোগে গত নভেম্বর থেকে ইরানে কারাবন্দী এক স্প্যানিশ নারীকে মুক্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্পেনের পররাষ্ট্রমন্ত্রী। ২৪ বছর বয়সী আনা বানেইরা সুয়ারেজ নামের এক মানবাধিকার এনজিওর কর্মী গত সেপ্টেম্বরে এক তরুণীর হেফাজতে মৃত্যুর পর দেশব্যাপী বিক্ষোভের সময় ইরানে আটক হন। স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল বলেন, "আনা বানেইরার মুক্তির জন্য আমার অভিনন্দন। তিনি সুস্থ আছেন।"