নিজস্ব সংবাদদাতাঃ মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ২০১১ সালে সিরিয়ায় সংঘাত শুরু হওয়ার পর মিশরের কোনো পররাষ্ট্রমন্ত্রীর প্রথম সফরে সোমবার দামেস্ক যাচ্ছেন সামেহ শৌকরি। মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, গত ৬ ফেব্রুয়ারি ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত তুরস্ক ও সিরিয়া সফর করবেন শৌকরি। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এই সফরের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, শৌকরি তার তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলুর সঙ্গে আলোচনা করবেন এবং দক্ষিণাঞ্চলীয় আদানা প্রদেশ ও মেরসিন বন্দর পরিদর্শন করবেন।