ভোটের আগের রাতে টাকা বিলির অভিযোগ সাগরদিঘিতে

author-image
Harmeet
New Update
ভোটের আগের রাতে টাকা বিলির অভিযোগ সাগরদিঘিতে

নিজস্ব সংবাদদাতাঃ নির্বাচনের আগের দিন রাতে ভোট প্রচার। নির্বাচনি বিধিভঙ্গের অভিযোগ উঠল মুর্শিদাবাদের সাগরদিঘিতে। রবিবার সাগরদিঘির বালিয়ায় ভোট প্রচারে গেলেন বহরমপুর পুরসভার চেয়ারম্যান নাড়ুগোপাল মুখোপাধ্যায়। বিজেপির দাবি, বালিয়ায় নাড়ুগোপাল সহ তৃণমূল নেতা কর্মীরা টাকা বিলি করার জন্য এসেছিলেন এলাকায়। আর সেই সময় বাধা দিতে গেলে বিজেপি নেতা কর্মীদেরকে মারধর করা হয় বলে অভিযোগ। উপ নির্বাচনে এবার তৃণমূলের প্রার্থী দেবাশিস বন্দ্যোপাধ্যায়। রবিবার এক বিজেপির যুব মোর্চার সহ সভাপতি তাপস দাস জানান, এদিন সন্ধ্যায় তাঁরা হঠাৎই দেখতে পান অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে আছে। তা দেখে এগিয়ে জিজ্ঞাসা করতে যান তাঁরা। বিজেপি নেতার দাবি, ওই সব গাড়ি ছিল চেয়ারম্যান নাড়ুগোপাল মুখোপাধ্যায় ও তাঁর লোকজনের। সাধারণ মানুষকে টাকা বিলি করা হচ্ছিল বলে অভিযোগ তুলেছেন তিনি।