নিজস্ব সংবাদদাতাঃ রোজের ত্বকের যত্ন নেওয়ার নিয়মের মধ্যে ক্রিম মাখা একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। ত্বকের ধরন যেমনই হোক, এই নিয়মে হেরফের হলে চলবে না। তেল তৈরি হয় সেবাশিয়াল গ্ল্যান্ডে। সেই তেল থেকে ত্বককে মুক্ত রাখতে বেশ কড়া ধরনের ফেসওয়াশ ব্যবহার করতে হয়। কিন্তু ত্বকের আর্দ্রভাব ধরে রাখতে হলে সঙ্গে সঙ্গে ক্রিম দেওয়া জরুরি। না হলে নিয়মিত কড়া সাবানের প্রভাবে ত্বকের আর্দ্রতা কমবে। শুষ্ক হয়ে যাবে মুখ।
অনেকেরই মনে হবে ক্রিম লাগানো মাত্রই যে আবার তেলতেলে হয়ে যাবে ত্বক। কিন্তু তৈলাক্ত ত্বকের জন্য নানা ধরনের ময়শ্চারাইজার পাওয়া যায় বাজারে। যাতে তেলের পরিমাণ থাকে কম। খানিকটা হাল্কা হয় সেই ময়শ্চারাইজার। তেলহীন সেই ধরনের ময়শ্চারাইজার বার দুয়েক ব্যবহার করলেই হবে।