নিজস্ব প্রতিনিধি: রাজ্য সড়ক তৈরির কাজের উদ্বোধনে এসে ক্ষুব্ধ রাজ্যের মন্ত্রী মানস রঞ্জন ভুঁইয়া। "কেন নেই সমস্ত আধিকারিক? কেন রাস্তার দুই দিকে মোরাম দেওয়া হচ্ছে না? ইনকোয়ারি হলে চাকরিও যেতে পারে", অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে ধমক মন্ত্রীর। রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার পিংলার মুন্ডুমারি থেকে বড়িশা পর্যন্ত ২০ কিমি রাজ্য সড়ক নতুনভাবে নির্মাণের কাজ শুরু হওয়ার কথা। উদ্বোধক হিসাবে রাজ্যের মন্ত্রী মানস রঞ্জন ভুঁইয়া উপস্থিত হয়েই ক্ষোভ প্রকাশ করেন। এমনকি চাকরি চলে যাবে বলেও এক এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে ধমক দিতে দেখা যায় মন্ত্রীকে।