New Update
দিগ্বিজয় মাহালী, মেদিনীপুরঃ মেলা দেখে বাড়ি ফেরার পথে এক আদিবাসী মহিলার ওপর ঝাঁপিয়ে পড়ে দুই যুবক। আদিবাসী মহিলার শ্লীলতাহানি ও ধর্ষণের অভিযোগে দোষীদের গ্রেফতারের দাবিতে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে আদিবাসী সংগঠন। ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে দাসপুর এলাকায় ।
জানা গিয়েছে, পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের বেলতলা এলাকায় মেলা দেখে রাতে বাড়ি ফেরার পথে দাসপুরের চাঁদপুরে এক আদিবাসী মহিলাকে টেনে নিয়ে গিয়ে শ্লীলতাহানি করে ইটভাটার দুই কর্মী। খবর যায় এলাকার আদিবাসী সংগঠনের কাছে। সংগঠনের অভিযোগ, ওই ইটভাটার মালিক তাদের সহযোগিতা না করে দুই কর্মীকে লুকানোর চেষ্টা করেছে। শনিবার রাতে আদিবাসী সংগঠনের সদস্যরা ঘটনার বিস্তারিত বিবরণ সহ দাসপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে। সংগঠনের তরফে রাকেশ নায়েকের দাবি, অভিযুক্ত ওই দুই যুবক ইটভাটারই কর্মচারী। মেলা দেখে ইটভাটা লাগোয়া দিয়ে রাস্তা দিয়ে বাড়ি ফেরার সময় ওই দুই যুবক অতর্কিতে মহিলার উপর ঝাঁপিয়ে পড়ে। মহিলার শ্লীলতাহানির পাশাপাশি ধর্ষণও করা হয়েছে বলে দাবি করেন তিনি। ইতিমধ্যে দাসপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ দোষীদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে। অভিযুক্তদের গ্রেফতার না করা হলে আন্দোলনের পথে যাওয়া হবে বলেও জানান সংগঠনের নেতা রাকেশ নায়েক। ঘটনার তদন্ত শুরু করেছে দাসপুর থানার পুলিশ।
india
daspur
District
news
anmnews
tribal
bengalinews
latestnews
breakingnews
TrendingNews
TRENDINGNEWSTODAY
Banglanews
BengaliNewsLive
samachar
newsupdates
dailynews
dailynewsupdate