নিজস্ব সংবাদদাতাঃ রবিবার 'মন কি বাত' অনুষ্ঠানের মাধ্যমে গোটা দেশবাসীর উদ্দেশ্যে বক্তব্য পেশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর আজকের এই অনুষ্ঠানে ডিজিটাল ইন্ডিয়া প্রসঙ্গে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, 'ডিজিটাল ইন্ডিয়ার সুফল ঘরে ঘরে মিলছে। সঞ্জিবনী অ্যাপের মাধ্যমে টেলি পরিষেবা দেওয়া হচ্ছে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে ১০ কোটির চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘরে বসেই অনলাইনে চিকিৎসকদের পরামর্শ পেয়ে যাচ্ছেন রোগীরা। এই টেলি মেডিসিন পরিষেবায় টাকা ও সময় দুটোই বাঁচছে।'