নিজস্ব সংবাদদাতাঃ ২০১৯ সালে জম্মু কাশ্মীরের পুলওয়ামায় বড়সড় জঙ্গি হামলা হয়। এই হামলার জেরে প্রাণ হারান বহু সিআরপিএফ জওয়ান। হামলায় ৪০ জন সিআরপিএফ জওয়ান শহিদ হন। এই হামলার পর মানুষ আবারও সার্জিক্যাল স্ট্রাইকের মতো পাল্টা আক্রমণের দাবি জানাতে শুরু করে। এর মধ্যে ২০১৯ সালের ২৬ ফেব্রুয়ারি সকালে পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে বোমা বর্ষণ করে ভারতীয় বায়ুসেনার যুদ্ধবিমান। আজকের দিনেই ঠিক ৪ বছর আগে বালাকোটে জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়। রীতিমতো পাক ভূমিতে ঢুকে জঙ্গিদের নাস্তানাবুদ করে ছেড়েছিল বায়ুসেনা। সেইসময়ে এই হামলায় বহু জঙ্গি নিহত হয় বলে জানা যায়। এর পরে পাকিস্তানি যুদ্ধবিমানগুলিও ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করার চেষ্টা করে। তবে পাল্টা আক্রমণ চালায় ভারতীয় বায়ুসেনাও।